কুমারখালীতে শহীদ আবরার ফাহাদ অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ওই ভবন নির্মাণের মধ্য দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের বহু বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে। সেইসাথে ভবনটি আবরার ফাহাদের নামে হওয়াতে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Kumarkhali
কুমারখালীতে শহীদ আবরার ফাহাদ অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে
কুমারখালীতে শহীদ আবরার ফাহাদ অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে |নয়া দিগন্ত

কুষ্টিয়ার কুমারখালীতে মাধ্যমিক বিদ্যালয়ে চারতলাবিশিষ্ট শহীদ আবরার ফাহাদ অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক তোফাজ্জল হোসেন, মোফাজ্জল হোসেন আব্দুল কাদের, আব্দুর রউফ, বিদ্যালয়ের সাবেক সভাপতি কামরুল হোসেনসহ অনেকে।

আলোচনা সভা শেষে চারতলাবিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।

ওই ভবন নির্মাণের মধ্য দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের বহু বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে। সেইসাথে ভবনটি আবরার ফাহাদের নামে হওয়াতে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।