সাঘাটায় বালিকা মাদরাসায় হামলা-ভাঙচুর, পাঠদান বন্ধ

গাইবান্ধার সাঘাটার কচুয়া এলাকায় পূর্ব শত্রুতার ধরে একটি বালিকা মাদরাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও তছনছ করা হয়েছে।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
সাঘাটায় বালিকা মাদরাসায় হামলা-ভাঙচুর, পাঠদান বন্ধ
সাঘাটায় বালিকা মাদরাসায় হামলা-ভাঙচুর, পাঠদান বন্ধ

গাইবান্ধার সাঘাটার কচুয়া এলাকায় পূর্ব শত্রুতার ধরে একটি বালিকা মাদরাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও তছনছ করা হয়েছে। মাদরাসা ভবনটি ভেঙে গুড়িয়ে দেয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

‎সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের পশ্চিম কচুয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরকে কেন্দ্র করে গত বুধবার একই এলাকার আজহারুল ইসলাম ও শেরেকুল ইসলামের নেতৃত্বে একটি সঙ্ঘবদ্ধ দল পশ্চিম কচুয়া দারুস সুন্নাহ বালিকা নূরানী হাফিজিয়া ও সালাফিয়া মাদরাসায় হামলা চালায়।

হামলাকারীরা মাদরাসার ভেতরে লোকজনকে মারধর করে কম্পিউটার, আসবাবপত্র ও ভবনের বেড়া, চালা সহ সবকিছু ভেঙ্গে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেয়। এতে ওই মাদরাসাযর প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

‎বালিকা মাদরাসাটির প্রধান শিক্ষিকা শিরিনা আক্তার জানান, পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে মাঝে মধ্যেই মিথ্যা অজুহাতে তারা প্রতিষ্ঠানে এসে হুমকি-ধমকি দেয়। এবার প্রকাশ্যে হামলা চালিয়ে সব তছনছ করে দেয়ায় পড়াশুনা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

অভিযুক্ত আজহারুল ইসলাম ও শরিফুল ইসলামের সাথে ‎এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগ করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

‎সাঘাটা থানার ওসি মাহবুবুল আলম জানান, ‘ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত কাজ চলমান রয়েছে।’