আনোয়ারায় হাইলধর প্রিমিয়ার লীগের উদ্বোধন

চট্টগ্রামের আনোয়ারায় শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নজরকাড়া আয়োজনের মধ্যদিয়ে হাইলধর প্রিমিয়ার লীগের উদ্বোধন হয়েছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় হাইলধর প্রিমিয়ার লীগের উদ্বোধন
আনোয়ারায় হাইলধর প্রিমিয়ার লীগের উদ্বোধন |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নজরকাড়া আয়োজনের মধ্যদিয়ে হাইলধর প্রিমিয়ার লীগের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে হাইলধর মাদরাসা সংলগ্ন মাঠে এই খেলার উদ্বোধন হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবক সিআইপি আবু সৈয়দ, উদ্বোধক হিসেবে সাবেক ইউপি সদস্য আবদুল গফুর, প্রধান মেহমান হিসেবে মোবারক আলী উপস্থিত ছিলেন।

এসময় লীগ পরিচালনা কমিটির সদস্য রিদুওয়ানুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠক নাসির উদ্দীন, নাজিম উদ্দীন, মো: ওয়াসিম, আক্কাস উদ্দিন প্রমুখ।

ক্রীড়াবিদ ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত খেলায় ভিক্টোরিয়ান্স মিনহাজকে ৩-১ গোলে হারিয়ে জয়ী হয় আনিশা এফসি এবং দ্বিতীয় খেলায় মিনহা ইউনাইটেড এফসিকে ৩-১ গোলে হারিয়ে জয়ী হয় লিজেন্ড এফসি।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক সিআইপি আবু সৈয়দ বলেন, ‘ক্রীড়াই তরুণ-যুবকদের মাদক থেকে দূরে রাখতে পারে। একটি সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ-যুবকদের ভূমিকা অপরিসীম। এসময় তিনি প্রতিটি সামাজিক কাজে তরুণ-যুবকদের পাশে থাকার আশ্বাস দেন।’