নবীনগরে আব্দুল্লাহিল আমান আযমীকে নাগরিক সংবর্ধনা

‘৫ আগস্টের পর আল্লাহ তায়ালা যখন আমাকে নতুন জীবন দান করেছেন, সেই শোকরিয়া আদায় করতে খেদমতে খালক ট্রাস্টের মাধ্যমে আমি দেশ ও দেশের মানুষের জন্য জনকল্যাণমুখী কাজ করতে চাই।’

জালাল উদ্দিন মনির, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমীকে ‘নাগরিক সংবর্ধনা’ দেয়া হয়েছে
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমীকে ‘নাগরিক সংবর্ধনা’ দেয়া হয়েছে |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেদমতে খালক ট্রাস্টের নবনির্বাচিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমীকে ট্রাস্টের পক্ষ থেকে ‘নাগরিক সংবর্ধনা’ দেয়া হয়েছে।

শুক্রবার (২ মে) বিকেলে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

ট্রাস্টের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও রেজাউল করিম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহিল আমান আযমী বলেন, ‘আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন, জুলাই বিপ্লব না হলে আমি আয়নাঘর থেকে কখনো বের হতে পারলাম কিনা তা আমি জানি না।’

তিনি আরো বলেন, ‘৫ আগস্টের পর আল্লাহ তায়ালা যখন আমাকে নতুন জীবন দান করেছেন, সেই শোকরিয়া আদায় করতে খেদমতে খালক ট্রাস্টের মাধ্যমে আমি দেশ ও দেশের মানুষের জন্য জনকল্যাণমুখী কাজ করতে চাই।’

সভায় আরো বক্তব্য রাখেন খেদমতে খালক ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আমির হামজা সারোয়ার, অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, মাওলানা আমির হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন জুলাই বিপ্লবে নবীনগরের শহীদ পরিবারের সদস্য সফিকুল ইসলাম, শামসুজ্জামান, নান্নু মিয়া ও সোনিয়া আক্তার।

পরে জুলাই আন্দোলন নবীনগরে পাঁচজন শহীদের পরিবারের হাতে খেদমতে খালক ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।