টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ একে অপরকে দায়ী করছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিজয় মিছিল বের হয়। অন্যদিকে, একই উপলক্ষে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিনের নেতৃত্বে শহীদ শফি সিদ্দিকী তোরণের পাশে একটি সমাবেশ চলছিল। এ সময় বেনজির আহমেদ টিটোর মিছিলটি সেই সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় আপত্তিকর স্লোগান ও বাগবিতণ্ডার জেরে উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
টাঙ্গাইলের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো: আরিফুল ইসলাম জানান, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্থানীয় বিএনপির দু’পক্ষের কর্মসূচি থাকায় এই ঘটনাটি ঘটে। বিজয় মিছিল নিয়ে সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি জানান।