আড়াইহাজারে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজ মিয়ার ছেলে ইমন মিয়া (২২) ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
আড়াইহাজার থানা
আড়াইহাজার থানা |সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত ইমন মিয়ার (২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইমন ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিরাজ মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, রোববার রাতে আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী চৌরাস্তা এলাকায় স্থানীয় ইমরান নামে এক ব্যক্তি অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় সিরাজ মিয়ার ছেলে ইমন মিয়াসহ স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে। এ সময় ইমরানকে ছাড়িয়ে নিতে তার লোকজন এলে তাদের উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় গোলাম মোর্শেদ নামে এক ব্যক্তি ইমনের পেটে ছুরিকাঘাত করলে গুরুতর জখম হন তিনি। প্রথমে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে ইমনের মৃত্যু হয়।

ওসি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।