বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুবাই শাখার সাবেক আমির ও ইউএই কালচারাল সেন্টারের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিন বাদ আছর চট্টগ্রাম নগর চাঁন্দগাও আবাসিক কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ওই এলাকায় তিনি নিজস্ব বাসায় বসবস করতেন।
মাওলানা আব্দুর রহমান দীর্ঘদিন প্রবাসে থাকাকালীন সামাজিক-সাংস্কৃতিক ও ইসলামী রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। দেশে ফিরে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
তার প্রথম জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলামা শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম, কুয়েত শাখা জামায়াতের আমির হাফেজ নুরুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বারসহ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
প্রথম জানাজা শেষে মরহুমের লাশ নিজ বাড়ি হাটহাজারী নাজিরহাট মন্দাকিনীতে নেয়া হয়। সেখানে বাদ এশা মন্দাকিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরে তাকে দাফন করা হয়।