পাকুন্দিয়ায় ছাত্রলীগ নেতা ফরিদ গ্রেফতার

দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
গ্রেফতার পাকুন্দিয়ায় ছাত্রলীগ নেতা
গ্রেফতার পাকুন্দিয়ায় ছাত্রলীগ নেতা |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পৌর-সদর বাজারের পাটমহাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ফরিদ পৌর-সদরের টান লক্ষীয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া পৌর ছাত্রলীগের সাবেক কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।

পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে পাকুন্দিয়া পৌর-সদররে শ্রীরামদী এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচী পালন করার চেষ্টা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

এ ঘটনায় গত ২ ডিসেম্বর যুবদল নেতা খুরশিদ আলম বাদি হয়ে ৪৬ জনের নামা উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসদমন আইনে একটি মামলা করে। এ মামলায় পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান এজাহার নামীয় ৩৩ নম্বর আসামি।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) আতিকুর রহমান রাসেল গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন তিনি। তাই তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।