চট্টগ্রামের লোহাগাড়ায় খালুর জানাজা পড়তে গিয়ে সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পদুয়া সিকদার দীঘিরপাড় এলাকায় পদুয়া মাদরাসার বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।
নিহতের ভাই মুবিনুল করিম বলেন, ‘সকালে এক স্বজনের নামাজে জানাজায় অংশ নেয়ার জন্য সাতকানিয়ার বাঁজালিয়া থেকে মোটরসাইকেল যোগে চকরিয়া যাচ্ছিলাম আমরা তিন ভাই। পদুয়া এলাকায় পৌঁছালে চট্টগ্রাম শহরমুখী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলীর ধাক্কায় বড় ভাই ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরাসহ দোহাজারী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেন।’
স্থানীয় আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বাইকটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রলির নিচে পড়ে যান রেজাউল। আমরা ধাওয়া দিয়ে ট্রলিটি আটক করলেও ড্রাইভারকে পাইনি।’
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে রেজাউল করিমের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রলীকে স্থানীয়রা আটক করলেও চালককে আটক করা সম্ভব হয়নি।



