খুলনা মহানগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টগর এলাকার জামাল হাওলাদারের ছেলে এবং তিনি রং মিস্ত্রি ও ঠিকাদার ছিলেন।
এলাকাবাসী জানায়, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন টগরের বাড়িতে প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগেই তার বুকে ছুরিকাঘাত করে। পরে মাটিতে লুটিয়ে পড়ে তিনি চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, রাতে তিনজন যুবক টগরের বাড়িতে যায়। এ সময় তারা গল্প করার একপর্যায়ে টগরের বুকের ডান পাশে ছুরি মারে। হত্যাকারীরা টগরের আগের পরিচিত। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। দ্রুত ধরা পড়বে।