চট্টগ্রামের সীতাকুণ্ডে মো: মুসলিম উদ্দিন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার মুরাদপুর গোপ্তাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন গোপ্তাখালী গ্রামের আবু তাহেরের ছেলে। নিহত মুসলিম মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার মুরাদপুর গোপ্তাখালী গ্রামে দুর্বৃত্তরা মুসলিমকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। তিনি একটি গ্যাস কোম্পানিতে ব্যবসার বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মুসলিম নিজ গ্রামে অবস্থিত কোস্টাল গ্যাস নামের একটি গ্যাস প্রক্রিয়াজাত কোম্পানির যাবতীয় দেখাশোনা করতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নিহত মুসলিমের এক আত্মীয় জানান, কোস্টাল কোম্পানিটি প্রতিষ্ঠার শুরুতে তিনি ওই কোম্পানির যাবতীয় দেখাশুনা করতেন। সেখানে সম্প্রতি ইট, বালি ও মাটি ভরাট নিয়ে একটি রাজনৈতিক দলের কিছু নেতা-কর্মীদের সাথে তার বিরোধ তৈরি হয়।
তিনি আরো জানান, বিকেলে ফ্যাক্টরির কাজ শেষ করে বাড়িতে আসার পথে দুর্বৃত্তরা মুসলিমকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘ময়নাতদন্তের পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে পরবর্তী আইনিব্যবস্থা নেয়া হবে।’