গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে সুশাসনের জন্য নাগরিক—সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন থেকে তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে সুজন ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান সেলিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুজন সদস্যরা।
বক্তারা বলেন, বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে। যা দেশের সাংবাদিক সমাজের জন্য এক ভয়াবহ বার্তা। এর সাথে সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সাংবাদিকদের ওপর অতীতের সব হামলা ও হত্যার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।