বাউফল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার

বাউফল প্রেসক্লাবের আয়োজনে শনিবার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার |নয়া দিগন্ত

বাউফল প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাউফল প্রেসক্লাবের সভাপতি মো: জলিলুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আমিনুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মো: মনিরুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা মো: সবুজ।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অলিউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: ইছাহাক মিয়া, পৌর বিএনপি সভাপতি ভারপ্রাপ্ত মো: শাহজাহান হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।

শীর্ষ স্থানীয় নয়া দিগন্ত পত্রিকার বাউফল সংবাদদাতা ও বাউফল উন্নয়ন ফোরামের শীর্ষ নেতা আসাদুজ্জামান সোহাগসহ প্রেসক্লাবের অন্য সদস্যদের মিলনমেলায় মুখরিত ছিল অডিটোরিয়াম।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও প্রেসক্লাবের সদস্যদের মৃত বাবা-মার জন্য বিশেষ মোনাজাত করা হয়।