সিরাজগঞ্জে জুলাই শহীদদের কবরে বিএনপির শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দিবস ‍উপলক্ষে সিরাজগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

নুরুল ইসলাম রইসী, সিরাজগঞ্জ

Location :

Sirajganj Sadar
সিরাজগঞ্জে জুলাই শহীদদের কবরে বিএনপির শ্রদ্ধা
সিরাজগঞ্জে জুলাই শহীদদের কবরে বিএনপির শ্রদ্ধা |নয়া দিগন্ত

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস ‍উপলক্ষে জুলাই শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে মালশাপাড়া ও কান্দাপাড়া কবরস্থানে শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের স্মরণ করা হয়। এ কর্মসূচিতে শহীদদের রূহের মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এদিন মালশাপাড়া কবরস্থানে শহীদ আব্দুল লতিফ, শহীদ সুমন এবং কান্দাপাড়া কবরস্থানে শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর কবর জিয়ারত করা হয়। এছাড়াও স্মরণ করা হয় আব্দুর রশিদ, আব্দুল আলীম ও সিরাজগঞ্জসহ দেশের অন্যান্য শহীদদের। উপস্থিত নেতকর্মরা কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলী। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, নির্বাহী কমিটির সদস্য আসলাম উদ্দিন ও মাসুদ রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস শফিউল আলম ডলার, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা ফরহাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাইবুল হাসান, পৌর জাসাসের আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, বিএনপি পরিবারের সন্তানেরা সমন্বয়ক জুবায়ের সরদার সেজান, ইয়াসিন সরদার ইশান, অভি আহমেদ ও শাহারিয়া ইসলাম একক।