মাত্র ১৭ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন সাতক্ষীরা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে আশিকুজ্জামান আশিক (২৬)। স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে আবারো সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা ছিল তার। সেজন্য স্ত্রী ও চার বছরের মেয়েকে নিয়ে রোববার (১০ আগস্ট) সাতক্ষীরায় পাসপোর্ট অফিসে যান আশিক।
এদিকে পাসপোর্ট অফিসের কাজ শেষে সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে হাদিপুর নামক স্থানে এসে দুর্ঘটনায় মারা যান আশিক। ঘটনায় আহত হন স্ত্রী ও শিশুসন্তান।
পরিবারের সদস্যরা জানান, সাতক্ষীরা থেকে ফেরার পথে মোটরসাইকেলের পেছনে বসে থাকা স্ত্রীর ওড়না জড়িয়ে যায় চাকায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে আশিকের মোটরসাইকেলের। এ সময় মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান আশিক। এদিকে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার স্ত্রী ও সন্তান আঘাত পেলেও বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।
ভদ্র ও শান্ত স্বভাবের যুবক আশিকের লাশ অ্যাম্বুলেন্সযোগে সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসার পর এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শোকে ভারী হয়ে উঠে চারপাশ।
এশার নামাজের পর শীতলপুর ত্রিমোহনী ইদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।