যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানারসহ দু’জনকে আটকের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কোতোয়ালি থানার এসআই নাসির উদ্দিন বিশেষ ক্ষমতা আইনে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ মামলা করেন।
আসামিরা হলেন, আটক নাহিদ বিল্লাহ ও দেবু প্রসাদ মল্লিক, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপুল, সাবেক কাউন্সিলর হাজি সুমন ও শেখ শাহেদ হোসেন নয়ন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, আব্দুল মান্নান মুন্না, রাজু আহমেদ ও মাহমুদ হাসান লাইফ।
মামলায় উল্লেখ করা হয়েছে, বুধবার রাতে পুলিশ জানতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও আইসিটি আইন বাতিলের দাবিতে যুবলীগ বিক্ষোভ করবে। সেই বিক্ষোভের ব্যানার তৈরির কাজ চলছিল যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আইএনবি ডিজিটাল নামের প্রিন্টিং প্রতিষ্ঠানে। এ কাজের নেতৃত্বে ছিলেন যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায় এবং ওই দু’জনকে আটক করে। অন্যরা পালিয়ে যান। মামলায় আরো উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে আটক দেবু মল্লিক জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।



