আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের নাম ঘোষণা করা হয়।
বিচারকের চাকরি ছেড়ে ২০০৬ সালে রাজনীতিতে আসেন দীপেন দেওয়ান। সেই বছর সরকারি চাকরিবিধির কারণে তিনি রাঙ্গামাটির ২৯৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন বঞ্চিত হলেও দলে থেকে কাজ করে গেছেন নিরলসভাবে। প্রায় দুই দশক পর এবার খুলেছে তার কপাল। মনোনয়ন দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিএনপির মনোনয়ন পেয়ে রাঙ্গামাটির রাজনীতিতে নতুন আশার আলো জ্বালালেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
রাঙ্গামাটি আসনটির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে পালাবদল ঘটেছে বহুবার। আশির দশকে জাতীয় পার্টি থেকে বিনয় কুমার দেওয়ান, আওয়ামী লীগ থেকে দীপংকর তালুকদার, বিএনপি থেকে পারিজাত কুসুম চাকমা ও মণিস্বপন দেওয়ান, জনসংহতি সমিতির সমর্থনে ঊষাতন তালুকদার সংসদ সদস্য পদে পেয়েছেন জনগণের রায়।
পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক বাস্তবতায় সবকিছুতেই ভিন্নতা রয়েছে। তৃণমূলের প্রত্যাশা, সৎ ও ত্যাগী রাজনীতিক হিসেবে দীপেন দেওয়ানের নেতৃত্বে রাঙ্গামাটির রাজনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে লড়াই হতে পারে ত্রিমুখী- বিএনপি, জামায়াত ও আঞ্চলিক দল জনসংহতি সমিতির মধ্যে। এমনটি মনে করছেন রাঙ্গামাটির সাধারণ মানুষ।



