সাংবাদিক মাসুম খলিলীর মায়ের ইন্তেকালে সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন মহলের শোক

সাতকানিয়ার কৃতিসন্তান, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মাসুমুর রহমান খলিলীর মাতা বেগম মোমেনা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছেন সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন মহল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
সাংবাদিক মাসুম খলিলীর মায়ের ইন্তেকালে সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন মহলের শোক
সাংবাদিক মাসুম খলিলীর মায়ের ইন্তেকালে সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন মহলের শোক |নয়া দিগন্ত

সাতকানিয়ার কৃতিসন্তান, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মাসুমুর রহমান খলিলীর মাতা বেগম মোমেনা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছেন সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন মহল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিবৃতিতে তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিদাতারা হলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তাফা আমিন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শফিকুল ইসলাম রাহী সিআইপি, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, সাতকানিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক শহিদুল ইসলাম বাবর, যুগ্ম-আহ্বায়ক মনজুর আলম, সদস্য সচিব হুরুনুর রশিদ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহজাদা মিনহাজ, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসাইন মেহেদী, সেক্রেটারি জাহেদুল ইসলাম, আইবিডব্লিউএফ লোহাগাড়া শাখার সভাপতি ফজলুল হক আজাদ, সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন ও যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম সিকদার প্রমুখ।