রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উমেদ ব্যাপারীর পাড়ায় বাড়ির পেছনে ডোবার পানিতে ডুবে নাফিস সরদার (৪) নামে এক শিশু মারা গেছে। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
শিশু নাফিস সরদার ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী নাসির সরদারের ছেলে।
ওই শিশুর প্রতিবেশী ও নানা ওহাব সরদারসহ একাধিক ব্যক্তি জানান, প্রতিদিনের ন্যায় শিশুটি খেলতে খেলতে সকলের অগোচরে কখন যে বাড়ির পেছনে ডোবার পানিতে পড়েছিল তা কেউ দেখতে পায়নি। দীর্ঘসময় তাকে না দেখে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর ডোবার পানিতে পায়। পানি থেকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।