ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) সাথে বাগবিতণ্ডার ঘটনায় ক্যাজুয়ালটি ইনচার্জ ডা: ধনদেব বর্মনকে তাৎক্ষণিকভাবে তার চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সেই সাথে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান।
তিনি বলেন, ‘হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: গোলাম ফেরদৌস ওই চিকিৎসককে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন।’
জানা যায়, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সাথে ক্যাজুয়ালটির ইনচার্জ ডা: ধনদেব বর্মনের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর আগে, শনিবার সকালে ‘শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসাবিষয়ক চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ’-শীর্ষক একটি সেমিনারে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: মো: আবু জাফর।
সেমিনারে অংশগ্রহণের আগে ডিজি আবু জাফর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় ক্যাজুয়ালটি ইনচার্জ ডা: ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সঙ্কট ও দায়িত্ব পালনের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এতে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মহাপরিচালক ও তার মধ্যে।
পরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক তাকে বহিষ্কারের নির্দেশ দেন।



