৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনের হুঁশিয়ারি

একইসাথে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি না মানলে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ৬৪ জেলায় একযোগে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান সরকারি মাধ্যমিকের শিক্ষক-কর্মকর্তারা
সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান সরকারি মাধ্যমিকের শিক্ষক-কর্মকর্তারা |নয়া দিগন্ত

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবি জানিয়েছেন সরকারি মাধ্যমিকের শিক্ষক-কর্মকর্তারা। একইসাথে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি না মানলে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ৬৪ জেলায় একযোগে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান।

জানা যায়, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তাদের দাবিগুলো হলো- স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান বাস্তবায়ন, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরি আদেশ দেয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ঢাকা অঞ্চলের উপ-পরিচালক ড. মো: মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মজিদ, নরসিংদীর জেলা শিক্ষা অফিসার আব্দুল খালেক, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মো: মঞ্জুরুল হক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক সিকান্দার আলী খান, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মাহমুদ সালমী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর বাস্তবায়ন জাতীয় কমিটির মুখপাত্র ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ওমর ফারুক, গাজীপুর রানী বিলাস মনি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসাদুজামান নূর, শিক্ষক নেয়া আল মাসুম লিয়েন, শহীদুল্লাহ সাঈদ প্রমুখ।