জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম সিদ্দিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Location :

Joypurhat
ছাত্রদল নেতা পিয়াল
ছাত্রদল নেতা পিয়াল |নয়া দিগন্ত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পিয়াল (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট শহরের ইসলামনগর তেঘর রেলগেইটের কাছে এলাকায় ছুরিকাঘাতে নিহত হন তিনি।

এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুততম সময়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পিয়ালকে মৃত ঘোষণা করেন।

নিহত পিয়াল জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ইসলামনগর এলাকার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম সিদ্দিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ‘পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে পিয়ালের বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করে। এর আগেও পিয়ালকে কুপিয়ে জখম করে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই সূত্র ধরে আজ তাকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনার পর বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনসহ নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা সুষ্ঠু বিচার দাবি করেছেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম সিদ্দিক জানান, ‘আমরা ধারণা করছি, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ‘এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলছে। গ্রেফতার করে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে।’