গাজীপুর জেলা কারাগারের হাজতির মৃত্যু

সন্ধ্যা ৬টার দিকে সিদ্দিক মিয়া কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
নয়া দিগন্ত

গাজীপুর জেলা কারাগারে থাকা সিদ্দিক মিয়া (৩৩) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সন্ধ্যায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

রোববার (১৬ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়।

নিহত সিদ্দিক মিয়া গাজীপুর মহানগরীর তড়ৎপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের জানান, সদর মেট্রো থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলায় আদালতের মাধ্যমে শনিবার সন্ধ্যায় আসামি সিদ্দিক মিয়াকে কারাগারে আনা হয় হয়। আজ সন্ধ্যা ৬টার দিকে সিদ্দিক মিয়া কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় সোয়া ৬টার দিকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।