শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ কারখানা পুনরায় চালু করা এবং বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা।
আজ বুধবার সকাল ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাহ সড়কে এ কর্মসূচি শুরু হয়, যা যানজট সৃষ্টি করে সাধারণ পথচারীদের ভোগান্তিতে ফেলে। পরে পুলিশ জল কামান ও লাঠিচার্জের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাসা গ্রুপের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এর আগে, মঙ্গলবার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরে আয়োজিত ত্রি-পক্ষীয় সভায় জানানো হয়, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং বায়ারের অর্ডার না থাকায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে।
চুক্তি অনুযায়ী শ্রমিকদের আগস্ট মাসের বেতন ১৫ অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বর মাসের বেতন ৩০ অক্টোবরের মধ্যে এবং অন্যান্য পাওনা ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধের আশ্বাস দেয়া হয়। তবে শ্রমিকরা দ্রুত পাওনা পরিশোধ ও কারখানা চালুর দাবিতে বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। কিন্তু শ্রমিকরা তা প্রত্যাখ্যান করলে সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী জল কামান ও লাঠিচার্জের মাধ্যমে তাদের সরিয়ে দেয়।
শ্রমিকদের অভিযোগ, আগস্ট মাসের বকেয়া বেতনসহ সকল পাওনা দ্রুত পরিশোধ করতে হবে এবং বন্ধ কারখানা পুনরায় চালু করতে হবে। দাবি পূরণ না হলে তারা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, তা স্বাভাবিক করতে কাজ করছি।’