চাঁদপুরের জনগণের দুঃখ-কষ্ট দূর করে এলাকার উন্নয়নে কাজ করতে চাই : জামায়াত প্রার্থী

‘উন্নয়ন, শান্তি ও জনকল্যাণের ধারাবাহিকতা নিশ্চিত করতে জনগণ আমাকে যে সমর্থন দিচ্ছেন তা আরো অগ্রগতির পথ খুলে দেবে।’

ইলিয়াছ পাটওয়ারী, চাঁদপুর

Location :

Chandpur
নিজ আসনে গণসংযোগ করেন শাহজাহান মিয়া
নিজ আসনে গণসংযোগ করেন শাহজাহান মিয়া |নয়া দিগন্ত

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া হাইমচর উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে শাহজাহান মিয়া বলেন, ‘হাইমচরের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে। আল্লাহ চাইলে জনগণের দুঃখ-কষ্ট দূর করতে, এলাকার উন্নয়নে ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আমি কাজ করতে চাই। এছাড়া আগামী নির্বাচন জনআকাঙ্ক্ষা প্রকাশের সুযোগ। উন্নয়ন, শান্তি ও জনকল্যাণের ধারাবাহিকতা নিশ্চিত করতে জনগণ আমাকে যে সমর্থন দিচ্ছেন তা আরো অগ্রগতির পথ খুলে দেবে।’

রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে হাইমচরের তেলির মোড়সহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ভোটারদের সাথে কুশল বিনিময় করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।

এদিকে গণসংযোগে স্থানীয় জনগণ দাঁড়িপাল্লা প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের আশ্বাস দেন।

এ সময় হাইমচর উপজেলা সেক্রেটারি মো: জসিম উদ্দিন বাহার, দক্ষিণ আলগী ইউনিয়ন আমির মাওলানা মো: হাফিজুর রহমান, ইউনিয়ন সহ-সভাপতি আলী আকবর, সেক্রেটারি আবু হানিফ ও ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আল-মামুনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।