পাথরঘাটায় জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন তারা।

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

Location :

Patharghata
জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ |নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় পৌর জামায়াতের আমির মাওলানা বজলুর রহমানের দোকানে হামলার ও জামায়াতের কর্মী নাসির উদ্দিনকে রামদা দিয়ে অতর্কিত হামলার প্রতিবাদের বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টায় উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু সাইদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো: শামীম আহসানের নেতৃত্বে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাসুদুল আলম, সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, পাথরঘাটা পৌর আমির মাওলানা মো: বজলুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়াট পর্যায়ের কয়েক শতাধিক নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে জামায়াত কর্মী নাসির উদ্দিনের ওপর হামলা চালানো হয়েছে। এ ধরনের হামলা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার শামিল এবং তা কখনোই মেনে নেয়া হবে না। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন তারা।