পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাঙ্গামাটিতে জামায়াতের মানববন্ধন

এতে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাঙ্গামাটিতে জামায়াতের মানববন্ধন
পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাঙ্গামাটিতে জামায়াতের মানববন্ধন |ছবি : নয়া দিগন্ত

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে রাঙ্গামাটি জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মানববন্ধন করেছেন।

বুধবার দুপুরে শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, যারা সংস্কারের বিরুদ্ধে, তারা যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আমরা যারা পিআর চাই, আমরা যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে দাবি পূরণে সরকারকে বাধ্য করব। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে।

এর আগে রাঙ্গামাটিতে পিআরসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখাও মানববন্ধন কর্মসূচি পালন করে। বুধবার (১৫ অক্টোরব) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ও রাঙ্গামাটি আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

islami andolon

এ সময় মানববন্ধনে আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, জুলাই সনদের আইনীভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ব্যবস্থা করা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন তাদের নিষিদ্ধতার দাবি জানাচ্ছি, আমাদের দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।