ববিতে তিন দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ

‘১৫ বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয় যে প্রাধান্য পাওয়ার কথা ছিল, তা পায়নি। আমরা আর বঞ্চিত থাকতে চাই না, আমাদের ন্যায্য অধিকার চাই।’

মেহরাব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়
ববিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ববিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ৩ দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থীদের সমাবেশ শুরু হয়।

এরপর তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটে এসে শেষ করে। এ সময় তাদের কণ্ঠে ছিল বিভিন্ন স্লোগান, ‘বাজেট নিয়ে তালবাহানা চলবে না, চলবে না’, ‘৫৩ একরে হবে না আর, ২০০ একর চাই এবার’, এবং ‘মুলা ঝুলানো বন্ধ কর, জমি অধিগ্রহণ দ্রুত কর।’

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন চান এবং তাদের দাবিগুলো প্রশাসন যেন গুরুত্ব দিয়ে বিবেচনা করে। তাদের একজন, মোহাম্মদ রিপন, বলেন, ‘আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা চাই না সাধারণ মানুষের কোনো সমস্যা হোক, কিন্তু আমাদের দাবি না মানলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, দেশের হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যগুলোকে অবহেলা করা হচ্ছে। তিনি বলেন, ‘১৫ বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয় যে প্রাধান্য পাওয়ার কথা ছিল, তা পায়নি। আমরা আর বঞ্চিত থাকতে চাই না, আমাদের ন্যায্য অধিকার চাই।’

উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের দাবিতে এই আন্দোলন শুরু করে। তারা জানিয়েছেন, প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে তাদের শান্তিপূর্ণ আন্দোলন আরো কঠোর রূপ ধারণ করতে পারে।