পিরোজপুরে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী,কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, হাফেজ মো: সোলায়মান, মাওলানা রেজাউল করিম, হাজী মোস্তফা আলম, গোশত ব্যবসায়ী আফজাল হোসেন, ইলিয়াস হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ‘কোনো প্রকারেই চামড়া নষ্ট করা যাবে না। কোরবানির গোশতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে হবে। যথাযথভাবে বর্জ্য অপসারণ করতে হবে। একটা নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। না হলে বর্জ্য থেকে পরিবেশ দূষণের মাধ্যমে রোগব্যধি ছড়াতে পারে।’