নওগাঁয় বাসচাপায় গরু ব্যবসায়ী নিহত

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
মান্দা থানা
মান্দা থানা |নয়া দিগন্ত

নওগাঁর মান্দায় বাসচাপায় জাকিরুল ইসলাম (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকিরুল ইসলাম মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি চৌবাড়িয়া গরুরহাট থেকে নওগাঁ ফেরার পথে কুসুম্বা ইউনিয়ন পরিষদের সামনে চলন্ত গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় নওগাঁগামী অন্য একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’