বেলকুচিতে জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা

বুধবার (১২ নভেম্বর) উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ে ভোটকেন্দ্র-ভিত্তিক ছাত্র কমিটির প্রতিনিধিদের নিয়ে নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়

Location :

Sirajgonj
চৌহালীতে জামায়াতের আয়োজনে ভোটকেন্দ্র-ভিত্তিক কর্মশালায় বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলী আলম
চৌহালীতে জামায়াতের আয়োজনে ভোটকেন্দ্র-ভিত্তিক কর্মশালায় বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলী আলম |নয়া দিগন্ত

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচিতে জামায়াতের ভোটকেন্দ্র-ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ে ভোটকেন্দ্র-ভিত্তিক ছাত্র কমিটির প্রতিনিধিদের নিয়ে নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বেলকুচি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে নিজেকে ছাত্রদের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে অমৃত্যু বেলকুচি ও চৌহালীবাসীর সেবায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত সকল ছাত্র প্রতিনিধিদের সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল ও নায়েবে আমির অধ্যাপক নূর-উন-নবী সরকার, নায়েবে আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হাশেম সরকার, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক ও ইসমাইল হোসেন রবিন বক্তব্য রাখেন।