নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটায়

সিটি ইউনিভার্সিটির ৭ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কেক কেটে রাত ১১টা ২০ মিনিটে তা ফেসবুকে পোস্ট করা হয়। এ ঘটনা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানাজানি হলে অভিযুক্ত সাতজনের মধ্যে দু’জন পালিয়ে যায়। তবে বাকি পাঁচজনকে ইউনিভার্সিটির ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা চড়থাপ্পড় দিয়ে কান ধরে উঠবস করায়।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটায় সাত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে
নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটায় সাত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে |নয়া দিগন্ত

সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগানে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটাকে কেন্দ্র করে সাত শিক্ষার্থীকে পরীক্ষা ও হল থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা প্রমাণিত হলে তাদের ছাত্রত্ব বাতিলের ঘোষণা দিয়েছেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. মীর আক্তার হোসেন।

সোমবার (৫ জানুয়ারি) দিনব্যাপী শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এ নিয়ে উত্তেজনা বিরাজ করে। তারা অভিযুক্তদের বিচারের দাবিতে রেজিস্ট্রার বরাবর আবেদন করেন।

এর আগে, রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কেক কেটে রাত ১১টা ২০ মিনিটে তা ফেসবুকে পোস্ট করা হয়। এ ঘটনা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানাজানি হলে অভিযুক্ত সাতজনের মধ্যে দু’জন পালিয়ে যায়। তবে বাকি পাঁচজনকে ইউনিভার্সিটির ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা চড়থাপ্পড় দিয়ে কান ধরে উঠবস করায় এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষের জিম্মায় তাদের হস্তান্তর করে বহিষ্কারের দাবি জানানো হয়।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন— পার্থ হাওলাদার সিএসই-৬৩, তানভীর রহমান সিএসই-৬৩, সায়েম রহমান অ্যাগ্রিকালচার, দেবাশীষ অ্যাগ্রিকালচার ও নাঈমসহ সাতজন।

অপরদিকে এ ঘটনার খবর আজ সোমবার পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বহিষ্কারসহ তাদের বিচারের দাবিতে রেজিস্ট্রার বরাবর আবেদন জানান সাধারণ শিক্ষার্থীরা। পরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্রক্টর অধ্যাপক আবু জাহেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি রিপোর্ট জমা দেয়ার জন্য বলা হয়েছে।

এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেন সজলকে আশুলিয়ায় নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়। যার জন্য শিক্ষার্থীরা আওয়ামী লীগ ঘেঁষা পুলিশি সহিংসতাকে দায়ি করে আসছেন। এমন পেক্ষাপটে নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্ববিদ্যালয় নীতিমালা ও শিক্ষার্থীদের আবেগ-অনুভূতির প্রতি চরম অবমাননা।

সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. মীর আক্তার হোসেন নয়াদিগন্তকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে আমরা তাদের আজ (সোমবার) পরীক্ষা ও আবাসিক হল থেকে বহিষ্কার করেছি। তদন্ত কমিটির সুপারিশের পর অভিযোগ প্রমাণিত হলে তাদের ছাত্রত্ব বাতিল করা হবে।