শ্রীপুর সংবাদদাতা ও গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মো: জাহাঙ্গীর আলম বলেছেন, ‘দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গড়ে তোলাই হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার। বিশেষ করে নারীরা যেন নিশ্চিন্তে কর্মস্থলে যেতে পারেন এবং সব পরিবেশে নিরাপদে চলাফেরা করতে পারেন এ বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।’
বুধবার দুপুরে শ্রীপুরের একটি স্থানীয় রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের দল কোনো ধরনের অনৈতিকতা বরদাস্ত করবে না। আমাদের নেতা-কর্মীদের কেউ যদি অসদাচরণে জড়িত হয়, পুলিশ বিচার করার আগেই দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে। সৎ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল রাজনীতি বাস্তবায়নই আমাদের লক্ষ্য—যোগ করেন তিনি।
গণমাধ্যমকর্মীদের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা ছাড়া একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়। ভালো উদ্যোগে পাশে থাকবেন, আর কোনো ভুল হলে তা ধরিয়ে দেবেন—এটাই আমাদের প্রত্যাশা।’
জামায়াত ক্ষমতায় এলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না বা গার্মেন্টসে কাজ করতে পারবে না এমন অপপ্রচারকে ভিত্তিহীন জানিয়ে তিনি বলেন, ‘নারীরা শুধু কর্মস্থলে কাজের সুযোগই পাবে না, বরং সেখানে পূর্ণ নিরাপত্তা ভোগ করবে। নারী-পুরুষ মজুরির বৈষম্য দূর করা হবে, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং নারী শ্রমিকদের সুরক্ষা বিধানে বিশেষ নীতিমালা বাস্তবায়ন করা হবে।’
সভায় উপস্থিত নেতারা বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা, উন্নয়ন-অসন্তোষ, স্থানীয় সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে ভিত্তি করে একটি জনবান্ধব রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনিয়র নায়েবে আমির গাজীপুর জেলা মুহাম্মদ আব্দুল হাকিম, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা মো: নূরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বারী, রাজনৈতিক বিশ্লেষক ও মার্কিন সংগঠন মুনার প্রতিনিধি মাহতাব উদ্দিন আহমদ, শ্রীপুর উপজেলা সেক্রেটারি ডা: জসীম উদ্দিন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌরসভা সেক্রেটারি মাওলানা মো: আবুল হোসাইন ও ভাওয়ালগড় ইউনিয়ন আমির ইঞ্জিনিয়ার ছিদ্দিকুর রহমান।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই হবে তাদের রাজনীতির কেন্দ্রবিন্দু। ‘একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’—বলেন তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- চ্যানেল আই প্রতিনিধি ফজলুল হক মোড়ল, এনটিভির নাসির আহমেদ, দৈনিক নয়া দিগন্তের মো: আজিজুল হক, দৈনিক সংগ্রামের রেজাউল বারি বাবুল সহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।



