মুন্সীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ও অস্ত্রসহ ৪ কারবারি আটক

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
আটক মাদক কারবারিরা
আটক মাদক কারবারিরা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনীর বিশেষ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন বাদশা মিয়া (৩৮), মো: শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আব্দুল মান্নান (৩৫)। তারা সবাই গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার বাসিন্দা।

সেনা সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারের সাথে জড়িত বাদশা মিয়া, মো: শহিদ, আলমগীর ও আব্দুল মান্নানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, আনুমানিক দুই কেজি গাঁজা, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেনা কর্মকর্তারা জানায়, আটককৃতদের এবং উদ্ধারকৃত সামগ্রী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।