ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসময় বক্তারা বলেন, ‘আসন্ন নির্বাচনকে অনেকেই প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। তবে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকেই বেছে নেবে এবং এ নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই।’
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে দিবসটি উপলক্ষে শহরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের দক্ষিণ কালিবাড়ি মোড়, টি এ রোড, পুরাতন কাছারি সড়ক, হাসপাতাল সড়কসহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন— জেলা বিএনপির সহ-সভাপতি এ বি এম মোমিনুল হক, সহ-সভাপতি আবু শামীম মো: আরিফ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও তারা এখনো নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের নির্বাচন বানচাল ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তাই সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।