টাঙ্গাইলে রোটারি ক্লাবের উদ্যোগে এতিমদের মাঝে ফলের চারা বিতরণ

রোটারি ক্লাব অব ঢাকা মিড ও বনায়নের সহযোগিতায় ‘ট্রিজ ফর লাইফ’ কর্মসূচির আওতায় এতিমদের শিশুদের মাঝে ফলের চারাগাছ বিতরণ করা হয়েছে।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail Sadar
টাঙ্গাইলে রোটারি ক্লাবের উদ্যোগে এতিমদের মাঝে ফলের চারা বিতরণ
টাঙ্গাইলে রোটারি ক্লাবের উদ্যোগে এতিমদের মাঝে ফলের চারা বিতরণ |নয়া দিগন্ত

রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির উদ্যোগে এবং রোটারি ক্লাব অব ঢাকা মিড ও বনায়নের সহযোগিতায় ‘ট্রিজ ফর লাইফ’ কর্মসূচির আওতায় এতিমদের শিশুদের মাঝে ফলের চারাগাছ বিতরণ করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইবি তালিমাতে কোরআন ও সুন্নাহ মাদরাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্য বেশি করে গাছ লাগাতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট মো: সামছুল আলম (শিবলী)। বিশেষ অতিথি ছিলেন মাভাবিপ্রবির পরিচালক অধ্যাপক ড. মো: ফজলুল করিম ও প্রক্টর অধ্যাপক ড. মো: ইমাম হোসেন।

উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় সারাদেশে মোট ৩৫ হাজার বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে।