হাতিয়ায় ৪০ কেজি ওজনের কচ্ছপ মেঘনায় অবমুক্ত

সোমবার সকালে স্থানীয়দের উদ্যোগে কচ্ছপটিকে মেঘনা নদীতে ছেড়ে দেয়া হয়।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
মেঘনা নদীতে কচ্ছপ অবমুক্ত
মেঘনা নদীতে কচ্ছপ অবমুক্ত |নয়া দিগন্ত

জীববৈচিত্রে ভরপুর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীসংলগ্ন একটি বেহুন্দি জালে আটকা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের কচ্ছপ। কচ্ছপটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

সোমবার (৫ জানুয়ারি) সকালে স্থানীয়দের উদ্যোগে কচ্ছপটিকে মেঘনা নদীতে ছেড়ে দেয়া হয়।

এর আগে রোববার রাতে উপজেলার চরকিং ইউনিয়নের আজমার খালে স্থানীয় জেলে শাহাবুদ্দিনের বেহুন্দি জালে বিশাল আকৃতির এই কচ্ছপটি আটকা পড়ে।

রাতভর কচ্ছপটি তিনি নিজের বাড়িতে নিরাপদে রাখেন। খবর পেয়ে এলাকায় লোকজন কচ্ছপটি দেখতে খালপাড়ে ভিড় করেন।

জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, বন্যপ্রাণী ধরা, সংরক্ষণ কিংবা ক্ষতিসাধন আইনত দণ্ডনীয় অপরাধ। তাই কচ্ছপটি নিরাপদে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।