বন্ধুকে বাঁচাতে গিয়ে বন্ধুর মৃত্যু

হঠাৎ তাদের একজন পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে ঝাপ দেয় আরেক বন্ধু। পরে তাকে উদ্ধার করা গেলেও ঝাপ দেয়া ওই বন্ধু আর উঠে আসতে পারেনি তীরে।

Location :

Rangamati
ইছামতি নদী
ইছামতি নদী |সংগৃহীত

আরিফুল হক মাহবুব, কাউখালী (রাঙ্গামাটি)

নদীর কূপে গোসলে নামে একদল কিশোর। হঠাৎ তাদের একজন পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে ঝাপ দেয় আরেক বন্ধু। পরে বন্ধুকে উদ্ধার করা গেলেও ঝাপ দেয়া ওই বন্ধু আর উঠে আসতে পারেনি তীরে। পরে তার লাশ উদ্ধার করে ডুবুরিরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাঙ্গামাটি কাউখালীর কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পোয়াপাড়া এলাকার সুজন বড়ুয়ার ছেলে বিজয় বড়ুয়া বন্ধুদের নিয়ে ইছামতি নদীর কূপে গোসল করতে যায়। এ সময় পানির স্রোতে ১০ বছর বয়সী এক শিশু পানিতে তলিয়ে যায়। এ সময় বন্ধুকে বাঁচাতে ১৪ বছরের বিজয় পানিতে ঝাঁপিয়ে পড়ে বন্ধুকে উদ্ধার করলেও নিজেই হারিয়ে যায় ইছামতি নদীর গভীর কূপে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কাউখালী ইউনিটের টিম লিডার মজিবুর রহমানের নেতৃত্বে ডুবুরি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিজয় বড়ুয়াকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চিকিৎসক সাগর বড়ুয়া জানান, দীর্ঘসময় গভীর পানিতে তলিয়ে থাকায় শিশু বিজয় ঘটনাস্থলেই মারা যায়। তবুও আমরা নিয়মতান্ত্রিকভাবে সব চেষ্টা চালিয়েছি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কাউখালী থানায় অপমৃত্যু মামলা করেছে পুলিশ।