ঢাকার দোহার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে করা মামলায় দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৪ মে) ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল হক বেপারীর নামে দোহার থানায় একটি মামলা রয়েছে। ৫ আগষ্টের পর তিনি আত্মগোপনে চলে যান। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলায় সক্রিয় ছিলেন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দোহার থানায় পুলিশ ডিবির সহযোগিতায় তাকে গেফতার করে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। আজ দুপুর ২টায় তাকে আদালতে হাজির করা হবে। তার সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।