রূপগঞ্জে ৩টি ওয়ান শুটারগান সহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনরবাসন এলাকা থেকে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তিনটি শুটারগান সহ রাসেল বেপারী(৪০) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
রূপগঞ্জে ৩টি ওয়ান শুটারগান সহ রাসেল বেপারী(৪০) গ্রেফতার
রূপগঞ্জে ৩টি ওয়ান শুটারগান সহ রাসেল বেপারী(৪০) গ্রেফতার |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনরবাসন এলাকা থেকে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তিনটি শুটারগান সহ রাসেল বেপারী(৪০) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

সোমবার (৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সে চনপাড়া পুনরবাসন কেন্দ্রের ৭নম্বর ওয়ার্ডের মহিউদ্দিনের ছেলে।

এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান,ব্রাউন সুগার ১৮৫ গ্রাম, একটি এ্যান্ড্রোয়েড মোবাইল সেট ও কয়েকটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি মো: সবজেল হোসেন বলেন, ‘গ্রেফতার হওয়া রাসেল বেপারীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।’