ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত মদপানে বিপ্লব (২৭) ও সুধীর (৪৫) নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (৮ আগস্ট) উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
বিপ্লব রংপুরের মিঠাপুকুর উপজেলার ছটিবাড়ী গ্রামের বাবলু কুজুর ছেলে ও সুধীর একই উপজেলার বলদিবাথান গ্রামের পরলোকগত ভূবন দালালের ছেলে। তারা কয়েক বছর ধরে ধামরাইয়ের ছোট কালামপুর আশ্রয়ণ প্রকল্পে পরিবার নিয়ে বসবাস করছেন। একজন কুইচা শিকারি ও অন্যজন সুতার ফ্যাক্টরিতে কাজ করতেন।
জানা গেছে, বিপ্লব ও সুধীর বুধবার রাতে নিজ বাড়িতেই অতিরিক্ত মদপান করেন। এতে তারা অসুস্থ হয়ে পড়েন। কোথাও চিকিৎসা না করে বাড়িতেই প্রাথমিকভাবে ওষুধ সেবন করায় স্বজনরা। পরে শুক্রবার ভোরে দুজনেরই মৃত্যু হয়। দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ট্রাকে করে তাদের লাশ গ্রামের বাড়িতে নেয়ার সময় ট্রাকটি আটকে দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম পাটোয়ারী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।