খাগড়াছড়ির রামগড়ে নির্মাণাধীন স্থলবন্দরের জমিতে বালু ভরাট করতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগের সরেজমিন তদন্তকাজ শুরু করেছে নৌপরিবহন মন্ত্রণায়ের তদন্ত কমিটি।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রামগড়ে তদন্ত কমিটির সদস্যরা স্থলবন্দরের জমি ভরাট এলাকা ও পাহাড় কাটার স্থানগুলো পরিদর্শনের মাধ্যমে তদন্ত শুরু করেন।
তদন্তকালে কমিটির সদস্যরা রামগড়ের বৈদ্যটিলাসহ পাহাড়কাটা সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন। এ সময় তারা পাহাড় কাটার ছবি, তথ্য উপাত্তসহ সংশ্লিষ্ট পাহাড়ের মাটি ও বন্দরের জমি ভরাটের মাটির নমুনা সংগ্রহ করেন।
তদন্ত কমিটি জানায়, সংগ্রহ করা মাটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হবে। মাটি পরীক্ষায় প্রাপ্ত রিপোর্ট পাওয়ার পর তা তদন্ত প্রতিবেদন তৈরি ও সরকারি সিদ্ধান্ত নেয়ার কাজে ব্যবহার করা হবে। মাটির নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিতে ও সরকারের তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা যায়, সংগ্রহ করা তথ্য-উপাত্ত ও মাটির নমুনা বিশ্লেষণের ভিত্তিতে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করবে, যার ভিত্তিতে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।
সরেজমিন তদন্তকালে কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: ফিরোজ আহমেদ, কমিটির সদস্য (যুগ্ম সচিব) এইচ এম মনিরুজ্জামান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথি উপস্থিত ছিলেন।
এ সময় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিক পত্রিকায় রামগড় স্থলবন্দর প্রকল্পের জমিতে বালু ভরাটের কাজে বালুর পরিবর্তে মাটি ব্যবহারের জন্য অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ প্রকাশিত হয়। এ অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন নৌ পরিবহন উপদেষ্টা।
উপদেষ্টার নির্দেশের পর ওই দিনই রামগড় স্থলবন্দরের জমি ভরাটের জন্য নির্বিচারে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
এরপর শুক্রবার মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
পরিদর্শন শেষে নৌপরিবহন সচিব জানান, এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি শনিবার রামগড়ে এসে সরেজমিন তদন্ত শুরু করবে। কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এরই ধারাবাহিকতায় তদন্ত কমিটি শনিবার রামগড়ে এসে সরেজমিন তদন্ত শুরু করে।



