নাটোররে ইমো হ্যাকার চক্রের তিন সদস্য আটক

উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে বাংলাদেশ সেনাবাহিনী।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
সেনাবাহিনীর হাতে আটক তিন সদস্য
সেনাবাহিনীর হাতে আটক তিন সদস্য |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে ইমো হ্যাকার ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (২৫ মে) আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গত শনিবার রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে বাংলাদেশ সেনাবাহিনী।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান সরকার ওরফে ওয়াহেদের ছেলে শাহরিয়ার পারভেজ পল্লব ও জিয়া সরকারের ছেলে জাহিদ হাসান জীবন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়। জিজ্ঞাসাবাদে হ্যাকিং কর্মকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার কথা তারা স্বীকার করেছেন। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।