শরীফুল ইসলাম নিশাদ সভাপতি, রেদোয়ান রহমান ওয়াকিউর সম্পাদক

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

শরীফুল ইসলাম নিশাদ বলেন, ‘ছাত্রদের অধিকার আদায়ের পাশাপাশি জেলায় জাতীয়তাবাদী শক্তিকে আরো বেগবান করবে এ কমিটি।’

কিশোরগঞ্জ প্রতিনিধি
শরীফুল ইসলাম নিশাদ সভাপতি, রেদোয়ান রহমান ওয়াকিউর সম্পাদক
শরীফুল ইসলাম নিশাদ সভাপতি, রেদোয়ান রহমান ওয়াকিউর সম্পাদক |নয়া দিগন্ত

কিশোরগঞ্জে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রেদোয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

কিশোরগঞ্জ জেলার আংশিক ওই কমিটিতে আব্দুল্লাহ আল মামুনকে সিনিয়র সহ-সভাপতি, রাফিউল ইসলাম নওসাদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো: জাকির হোসেন রাজীবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জানা যায়, শরীফুল ইসলাম নিশাদ জেলা ছাত্রদলের আগের কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ওয়াকিউর সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

নতুন কমিটি গঠনের ঘোষণা আসার পর শরীফুল ইসলাম নিশাদ নয়া দিগন্তকে বলেন, ‘ছাত্রদের অধিকার আদায়ের পাশাপাশি জেলায় জাতীয়তাবাদী শক্তিকে আরো বেগবান করবে এ কমিটি।’

এছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে এ কমিটি ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।