বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ অন্যায়ের সামনে মাথা নত করবে না। বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দেয়া হবে না এবং ভারতের নির্দেশে দেশ পরিচালিত হবে না। বাংলার আঠারো কোটি মানুষ নিজেরাই দেশের ভাগ্য নির্ধারণ করবে। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।’
শনিবার (৯ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘জামায়াত ইসলামী কখনো আঁতাতের রাজনীতি করেনি। ফ্যাসিবাদের মিথ্যা মামলায় শীর্ষ নেতাদের ফাঁসি দেয়া হয়েছে, হাজারো নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে, মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে বন্দি রাখা হয়েছে। ইতিহাস সাক্ষী জামায়াতে ইসলামী ফ্যাসিবাদের সাথে আঁতাত করেনি। জনগণকে সাথে নিয়ে জামায়াত বাংলাদেশকে চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলবে, ইনশাআল্লাহ।’
তিনি আরো বলেন, ‘অতীতে ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো নিজেদের আঙুল ফুলে কলাগাছে পরিণত করেছে। কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে। সুযোগ পেলে জামায়াত ইসলামী দেশকে দুর্নীতিমুক্ত করে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।’
সুধী সমাবেশে হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রাকিবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির মো: রাশেদুল ইসলাম শহীদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মো: সোলায়মান হোসেন, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মো: রাকিবুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা সভাপতি মো: আনিছুর রহমান ও সিরাজগঞ্জ রোড শিবিরের সভাপতি মো: আব্দুল্লাহ প্রমুখ।