রৌমারীতে নিয়ন্ত্রণহীন কোচের ধাক্কায় ভেঙে পড়েছে শাপলা ভাস্কর্য

শাপলা চত্বরের চারপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এ অবৈধ স্থাপনাগুলোই দুর্ঘটনার অন্যতম কারণ।

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম)

Location :

Kurigram
ভেঙে পড়েছে শাপলা ভাস্কর্য
ভেঙে পড়েছে শাপলা ভাস্কর্য |নয়া দিগন্ত

কুড়িগ্রামের রৌমারীতে একটি নিয়ন্ত্রণহীন নাইট কোচের ধাক্কায় শাপলা চত্বরের শাপলা ভাস্কর্যটি ভেঙে পড়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) ভোরে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, ঢাকা থেকে আগত দ্রুতগতির একটি নাইট কোচ রৌমারী শাপলা চত্বর অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি শাপলা ভাস্কর্যের ওপর উঠে যায়। এতে ভাস্কর্যটি দুমড়ে-মুচড়ে যায় এবং সৌন্দর্য নষ্ট হয়। খবর পেয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলাউদ্দিন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে তিনি জানান, শাপলা চত্বরের চারপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এ অবৈধ স্থাপনাগুলোই দুর্ঘটনার অন্যতম কারণ। শাপলা চত্বরের চারপাশে থাকা সব অবৈধ স্থাপনা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত শাপলা ভাস্কর্যটি দ্রুত সংস্কার এবং বিষয়টিকে গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শাপলা চত্বরের আশপাশে অবৈধ দোকান ও স্থাপনা গড়ে ওঠায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে।