মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হানিফ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে খুন করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ ওই গ্রামের ইলা ব্যাপারীর ছেলে। তিনি মমতাজ চক্ষু হাসপাতালের এক চিকিৎসকের গাড়িচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফের পরিবারের সাথে তার চাচাতো ভাই স্বাধীন ওরফে সেন্টু ও জাহাঙ্গীরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। পরে দুপুরে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বাধীন ও জাহাঙ্গীর ধারালো রামদা ও টেঁটা দিয়ে হানিফকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে অভিযুক্তরা পালিয়ে যান।
এদিকে পরিকল্পিতভাবে বাবাকে হত্যার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মেয়ে স্মৃতি আক্তার।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেএমও তৌফিক আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।