চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। যার নাম কিং কোবরা (রাজ গোখরা)। উপজেলার মিঠাছরা বাজারে এক পাহাড়ি ব্যক্তি থেকে সাপটি উদ্ধার করা হয়েছে।
সাপটির বিষদাঁত উপড়ে ফেলা ও তা দিয়ে খেলা দেখানোর কারণে সাপটি গুরুতর আহত থাকায় চট্টগ্রামে বনবিভাগের মাধ্যমে চিকিৎসা চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পাহাড় থেকে সাপটি ধরে গত এক সপ্তাহ যাবত ওই ব্যক্তি সাপটি গায়ে জড়িয়ে উপজেলার মিঠাছরার বাজারে মানুষকে ভয়ভীতি দেখান। এছাড়া ওই ব্যক্তি সাপটি বিক্রিরও চেষ্টা করেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের চট্টগ্রাম জেলার সদস্যরা কৌশলে ওই লোক থেকে সাপটি উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দল চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় বলেন, পাহাড়ি এক ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজ গোখরাটিকে অবৈধভাবে আটক করে রাখছিলেন। তিনি সাপটিকে ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছিল এবং পরবর্তীতে সাপটি বিক্রির উদ্দেশে রাখেন। খবর পেয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় কয়েকজনের সহযোগিতায় আমরা কয়েকজন ক্রেতা সেজে সাপটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসি।
তিনি আরো বলেন, সাপটির বিষদাঁত উপড়ে ফেলায় ও তা দিয়ে খেলা দেখানোর কারণে সাপটি গুরুতর আহত হয়। বর্তমানে সাপটি বাংলাদেশ বন বিভাগ-এর হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকতের তত্ত্বাবধানে আমার হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। ৮ ফুট দৈর্ঘ্যের সাপটি পুরোপুরি সুস্থ্য হয়ে উঠলে বনবিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ বন বিভাগ হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকত বলেন, সাপটির অবস্থা খুব খারাপ। দাঁত তুলে ফেলা হয়েছে, মাথায় আঘাত রয়েছে। চিকিৎসা চলছে, আশা করছি আগামী দুই-তিন দিন পর সুস্থ হয়ে গেলে অবমুক্ত করা হবে।