লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরে দিনে দুপরে দেড় লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় সাকিল (৩৮) নামে এক ছিনতাইকারাীকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আজ (২৭ অক্টোবর) সোমবার দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে। ধৃত সাকিলের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ এলাকায়।
পাটগ্রাম পৌর শহরের পুর্ব চৌরাস্তা মোড়ের রিদি ট্রেডার্সের স্বত্বাধিকারী সার ব্যবসায়ী রাবিউল ইসলাম জানান, ইসলামী ব্যাংকে অনলাইন করার জন্য তিনি তার ভাতিজা শান্তকে দেড় লাখ টাকা দেন। শান্ত ব্যাগের মধ্যে টাকা নিয়ে ইসলামী ব্যাংকে যাওয়ার পথে ভূমি অফিসের সামনে মোটরসাইকেলআরোহী তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা শান্তর মুখে চেতনানাশক পাউডার ছুড়ে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা সাকিলকে হাতেনাতে আটক করে গণপিটুনী দেয়। অপর দুই ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে সাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধৃত সাকিল গত বছর পুরাতন পাম্পের নিকট থেকে শরিফুল নামে আরো এক ব্যক্তির তিরানব্বই হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রাবিউল থানায় একটি মামলা করেছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় থানায় ছিনতাই মামলা হয়েছে।



