নারায়ণগঞ্জের আড়াইহাজারে শীর্ষ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ওই গ্রামের লাল মিয়ার ছেলে সেলিম (৩৫) ও আব্দুল হকের ছেলে মুনছর (৩৮)।
আড়াইহাজার থানার ওসি মো: আলাউদ্দিন জানান, সম্প্রতি উপজেলার ভৈরবদী ও পাজারদিয়া গ্রামে ডাকাতি হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। এ সকল ঘটনায় ডাকাতদের গ্রেফতার করতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশের একাধিক টিম কাজ করছিল। পুলিশ এক পর্যায়ে জানতে পারে তারা তাদের নিজ এলাকায় বসবাস করছে। গোপনে খবর পেয়ে থানার ওসি তদন্ত রিপন কুমার, এস আই জহিরুল ইসলাম, এ এস আই শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জালাকান্দি এলাকা ঘেরাও করে ফেলে। পরে ধরা পড়ে শীর্ষ এ দুই ডাকাত।
পুলিশ আরো জানায়, ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। গ্রেফতার মুনছুরের নামে তিনটি ও সেলিমের নামে দুইটি ডাকাতির মামলা রয়েছে।
আড়াইহাজার থানার ওসি মো: আলাউদ্দিন জানান, দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এদের সাথে আরো কয়েক জনের নাম পাওয়া গেছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।



